E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির তাণ্ডবের জবাব দেওয়ার সময় এসেছে’

২০১৫ এপ্রিল ১৫ ১৫:৪৪:২৬
‘বিএনপির তাণ্ডবের জবাব দেওয়ার সময় এসেছে’

স্টাফ রিপোর্টার : নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

বুধবার দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সাঈদ খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। আমি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে সব সমস্যা জেনেছি। নির্বাচিত হলে আমি এর সব সমস্যা সমাধান করে দেবো।

গত তিন মাসে বিএনপির তাণ্ডবের বিচারের জন্য ছাত্রলীগকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪২ বছর পরে যদি যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে। তাহলে গত তিন মাসে বিএনপির তাণ্ডবের বিচার কেন হবে না! ছাত্রলীগ সোচ্চার হলে এ বিচার অবশ্যই সম্ভব।

ভোটারদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ব্যালটের মাধ্যমে বিএনপির তাণ্ডবের জবাব দেওয়ার সময় এসেছে। আপনারা ইলিশ প্রতীকে ভোট দিয়ে এ বিচার শুরু করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি-জবি ও ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

এর আগে সাঈদ খোকন রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে দিনের প্রচারণা শুরু করেন। পরে ঢাকা বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test