E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদার বিচার জনগণ ব্যালটের মাধ্যমে করবে’

২০১৫ এপ্রিল ১৬ ১৫:৩৯:৫২
‘খালেদার বিচার জনগণ ব্যালটের মাধ্যমে করবে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, মানুষ পুড়িয়ে মারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমে করবে। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার মিস হিদার ক্রুডেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিবিদদের বিচার বিভিন্ন ভাবে হয়। কাউতে আদালতে যেতে হয়, জেলখানায় যেতে হয়। আর যারা আদালতে যান না কোর্টে যান না, তাদের বিচার করে জনগণ। এটা রাজনীতিবিদদের জন্য বড় বিচার।

তিনি বলেন, গত তিন মাসে সরকার বিরোধী হরতাল অবরোধের নামে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট যে ভাবে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছিলো। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর প্রমাণ করবে।

বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিগত ৫টি সিটি করপোরশন নির্বাচনে উভয় দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে যে ১৯ তারিখ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টার পোলের মাধ্যমে রেড এলার্ড জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার তো পাসপোর্টই নেই। তিনি তো ফেরারি আসামি, ‍অবৈধভাবে লন্ডনে অবস্থান করছেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আনন্দ প্রক‍াশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার মিস হিদার ক্রুডেন।

এর আগে ১০ জনের একটি কৃষক প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তিন মাসের রাজনৈতিক সহিংসতায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান। এর প্রেক্ষিতে মন্ত্রী বলেছেন, সুদ মওকুফ করে তাদের ঋণ দেওয়া হবে।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test