E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ক্ষমতার জন্য নয়, শান্তির জন্য পরিবর্তন’

২০১৫ এপ্রিল ১৭ ১৮:৪২:২৫
‘ক্ষমতার জন্য নয়, শান্তির জন্য পরিবর্তন’

স্টাফ রিপোর্টার : সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর জন্য ভোট চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জুরাইনে এক কর্মীসভা ও দোয়া মাহফিলে প্রার্থীদের জন্য ভোট চান তিনি।

শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি এ কর্মী সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলনকে সোফা প্রতীকে ভোট দিতে বলেন এরশাদ। এ সময় তিনি ঢাকা দক্ষিণের ৪৭, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের জন্যও ভোট চান।

উপস্থিত জনতার উদ্দেশে এরশাদ বলেন, আপনারা আমাদের প্রার্থীদের ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই।

নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি পার্টির চেয়ারম্যান। আমার অধিকার আছে তাদের পাশে দাঁড়ানোর, তাদের সহযোগিতা করার, তাদের সাহস যোগানোর। তাছাড়া পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির পক্ষে দাঁড়াবো এটাইতো স্বাভাবিক।

এরশাদ বলেন, ক্ষমতায় থাকাকালে দু’জন মানুষ মারা যাওয়ায় সরে দাঁড়িয়েছিলাম। আজ রাজনীতির নামে দেশে যা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনীতির নামে দেশে শত শত মানুষ মারা গেলো। এর দায় সরকার ও বিএনপি দু’পক্ষেরই। যারা মেরেছেন, যারা রক্ষা করতে পারেন নি উভয়ই দায়ী।

প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকার যেহেতু মানুষের নিরাপত্তা দিতে পারেনি তাই, এ দায় তাদেরকে নিতে হবে বলে মন্তব্য করেন এরশাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নারী শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

দেশে অরাজক পরিস্থিতি চলতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, পরিবর্তন চায়, পরিত্রাণ চায়। তাই আমাদের স্লোগান ‘ক্ষমতার জন্য পরিবর্তন নয়, শান্তির জন্য পরিবর্তন’। আশা করি এখন যে পরিস্থিতি চলছে তার একদিন অবসান হবে। রাত একদিন পোহাবে, সূর্য উঠবেই।

৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের প্রতীক ‘‘ঘুড়ি’’।৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মাইনুদ্দিন বাবুর প্রতীক ‘‘ঠেলাগাড়ি’’।এছাড়া ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুক হোসেনের প্রতীক ‘‘ট্রাক্টর’’।

সভায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন উপস্থিত ছিলেন না।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাইনুদ্দিন বাবুসহ দক্ষিণের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

(এসডি/এএস/এপ্রিল ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test