E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ পর্যায়ে ব্যালট পেপার ছাপার কাজ

২০১৫ এপ্রিল ১৮ ১৫:২১:২৫
শেষ পর্যায়ে ব্যালট পেপার ছাপার কাজ

স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে এক কোটি ৮১ লাখ ২৭ হাজার ৭০৪টি ব্যালট পেপার ছাপাবে নির্বাচন কমিশন (ইসি)।

সরকারি প্রিন্টিং প্রেসে ইতিমধ্যেই এই কাজ চলচে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। শনিবার তিনি বলেন, আগামী ২৩ এপ্রিলের মধ্যে এই কাজ শেষ করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে তিনটি পদের প্রার্থীদের জন্য আলাদা রঙের কাগজ ব্যবহার করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে ২০১২ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বিভিন্ন ফরম, প্যাকেট, নির্দেশিকা, পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের প্রকাশনা ছাপা হয়েছিল।

ওই নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ওইসব নির্বাচনী সামগ্রী কাজে লাগেনি। সেগুলো ইসির কাছে মজুদ রয়েছে। এবার ওইসব নির্বাচনী সামগ্রী ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test