E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সিএসএফ’র উস্কানিতেই গাড়িবহরে হামলা ঘটেছে’

২০১৫ এপ্রিল ২১ ১৩:৫৩:৩২
‘সিএসএফ’র উস্কানিতেই গাড়িবহরে হামলা ঘটেছে’

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) উস্কানির কারণেই তার গাড়িবহরে হামলা ঘটেছে বলে মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে সদরঘাটে সুন্দরবন-১১ লঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে ঘটনাটি শতভাগ সত্যি নয়। ৯২ দিন অবরোধ-হরতালে ওই এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল। তাই খালেদা জিয়া ওই এলাকায় গেলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করে। এ সময় তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে এসে প্রচারে নামা খালেদা জিয়া সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে হামলার মুখে পড়েন। লাঠিসোঁটা ও ইটের আঘাতে খালেদার গাড়ির কাচ ফাটলেও তিনি অক্ষত রয়েছেন। তবে আহত হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা।

(ওএস/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test