E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার গাড়ি বহরে হামলার ঘটনায় আনিসুলের নিন্দা

২০১৫ এপ্রিল ২১ ১৭:১৬:০৯
খালেদার গাড়ি বহরে হামলার ঘটনায় আনিসুলের নিন্দা

স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, এগুলো বন্ধ করা উচিত। আমরা এর নিন্দা জানাই, আসুন সবাই এদের (হামলাকারী) প্রতিহত করি।

মঙ্গলবার সকালে রাজধানীর কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ নিন্দা জানান আনিসুল হক।

খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার ঘটনার বিষয়ে আনিসুল হক বলেন, যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচার করা উচিত। তবে যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিচারের আওতায় আনা দরকার।

আনিসুল হক বলেন, কে ভালো কাজ করতে পারবে তা বিবেচনায় নিয়ে ভোট দিন। প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় যিনি বেশি যোগ্য তাকেই মেয়র নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমার অতীত ইতিহাস খুব একটা খারাপ নয়। অতীতে বিভিন্ন সেক্টরে কাজ করেছি, কোনো কাজে তেমন একটা ব্যতয় ঘটেনি। তাই আমি মনে করি, অন্য প্রার্থীদের চেয়ে আমি বেশি যোগ্য।

একজন মেয়র প্রার্থীর রাজনৈতিক পরিচয় বড় নয়। যিনি নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে কাজ করতে পারবেন, এলাকার মানুষের পাশে থাকতে পারবেন তাকেই নির্বাচিত করা উচিত।

এর আগে কালাচাঁদপুর রোডে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আনিসুল হকে নির্বাচন প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগ সমর্থিত ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন (বাবুল), গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিবৃর রহমান (মুকুল) প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test