E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্ত্রাসীরা কেউটে সাপের মতন’

২০১৫ এপ্রিল ২২ ১২:৩৬:৪৫
‘সন্ত্রাসীরা কেউটে সাপের মতন’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বর্জন আর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, এ দ্বৈত নীতি সম্পর্কে বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেও মানুষ পোড়ানোর দুষ্কর্ম মাফ হবে না। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্র রক্ষার ধারাবাহিক একটি নিয়ম।

বুধবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউট মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সরকার ও ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ব্যারিষ্টার মওদুদ আগে থেকে একটা অজুহাত তৈরি করে রাখছেন। ভোটে যদি তারা হারেন, তাহলে বাংলাদেশে আবার আগুন সন্ত্রাসের রাজনীতি করবেন। আর জিতলে সরকারের পদত্যাগ দাবি করবেন।
মন্ত্রী বলেন, কে জিতবে, আর কে হারবে তা ব্যালট বাক্স গোনার পরই টের পাওয়া যাবে। চট্রগাম ও গাজীপুরসহ ৫ সিটিতে যখন বিএনপি জিতেছিল, তখন কি লেবেল প্লেয়িং ফিল্ড ছিল না? তাই ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া প্রশ্ন।
আগুণ সন্ত্রাসীরা কেউটে সাপের মতন উল্লেখ করে মন্ত্রী বলেন, ঘরে সাপ রেখে কেউ নিরাপদে থাকতে পারে না। বিএনপি নেত্রী সেই কেউটে সাপ নিয়ে খেলা করবেন, মানুষ পোড়াবেন, আর আমরা নিশ্চুপ থাকবো, তা হবে না। বেগম জিয়াকে সে রাজনীতি আর করতে দেয়া হবে না।
তিনি বলেন, আগুন সন্ত্রাসী খালেদা জিয়া মাঝে মধ্যে কাপড়ের ঘোমটা ফেল্লেও জঙ্গীবাদের ঘোমটা ফেলেননি। আগুণ সন্ত্রাসীরা তার এটাকে ব্যবহার করছে নিজেদের শক্তিশালী করার জন্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকেয়ারের সমন্বয়ক এস, এইচ রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান প্রমুখ।

(ওএস/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test