E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না’

২০১৫ এপ্রিল ২২ ১৪:০০:১৭
‘দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না’

স্টাফ রিপোর্টার : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট বিক্রি না করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক।

বুধবার সকালে রাজধানীর মিরপুরের মুসলিম বাজার এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অনেক চাপ আসবে, অনেক লোভ আসবে, দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না। আপোষ না করে আপনাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করুন।

নির্বাচন কমিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা খুবই ভালো হয়েছে। মানুষ নিরাপদে ভোট দিতে পারবে।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারে আনিসুল হক বলেন, আমরা এটা সমর্থন করি না। এ ঘটনায় আমি সবার আগে নিন্দা জানিয়েছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, সাংবিধানিকভাবে এই সরকারের আরও সাড়ে তিন বছর ক্ষমতায় থাকার অধিকার রয়েছে। তাই ভোটারদের বলবো, যে প্রার্থীর সরকারের সাথে সু-সস্পর্ক আছে, যিনি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে ভালো কাজ করতে পারবেন তাকেই নির্বাচিত করুন।

মিরপুরের মুসলিম বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তৃতা শেষে তিনি দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লা, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কদম আলী মাতবর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test