E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির নতুন আবদার, আজ থেকেই সেনা মোতায়েন

২০১৫ এপ্রিল ২২ ১৪:৫৫:৪৪
বিএনপির নতুন আবদার, আজ থেকেই সেনা মোতায়েন

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী দল বিএনপি আজ থেকেই বিচারিক ক্ষমতাসহ এবং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েনের জন্য আমর্ড ফোর্সেস ডিভিশনে চিঠি দেওয়ায় কমিশনকে ধন্যবাদ। তবে আজ থেকেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাসহ প্রতিটি ভোটকেন্দ্র মোতায়েনের দাবি জানাচ্ছি।

নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিতে চাই যে, নির্বাচনের পরিবেশ যেভাবে উত্তপ্ত হচ্ছে, শাসক দলীয় ক্যাডাররা যেভাবে তিনবারের প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা করেছে, তাকে প্রাণনাশের চেষ্টা করেছে। এতে করে দেশের রাজনীতি গভীর সঙ্কটে পড়তে পারে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো তারা যেন ঝুঁকি না নিয়ে অনতিবিলম্বে ২৬ তারিখ থেকে নয় আজ থেকে নির্বাচনের পরবর্তী পাঁচদিন পর্যন্ত সেনা মোতায়েন করে। সেনাবাহিনী রাস্তায় থাকলে উত্তেজনা প্রশমিত হবে।

তিনি আরো বলেন, বিএনপি উত্তেজনা প্রশমনের রাজনীতি বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের পথ বিকশিত হওয়ার প্রক্রিয়া বিশ্বাস করে। বিএনপি যে গণতন্ত্রের পথ বিকশিত করতে চায়, সে ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই। সরকার যদি প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দেয় অথবা সরকার যদি অপকর্মের পক্ষে সাফাই গায় এতে অপরাধীরা নতুন করে আস্কারা পাবে। অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হবে। নির্বাচনের আগে এই ধরণের পরিস্থিতি মোটেও ভালো নয়।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test