E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমার সেনাবাহিনী দরকার নেই’

২০১৫ এপ্রিল ২৪ ১৪:১১:২৩
‘আমার সেনাবাহিনী দরকার নেই’

স্টাফ রিপোর্টার : সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, জনগণই আমার সেনাবাহিনী।

আমার সেনাবাহিনী দরকার নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় জনসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন নির্বাচনের সেনা মোতায়েন না করার ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘এটা নির্বাচন কমিশনের বিষয়। আমি প্রার্থী। এ বিষয়ে কী বলব? জনগণের সঙ্গে আমার সম্পর্ক। জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনীর দরকার নেই।’

নির্বাচিত হলে কীভাবে কাজ করবেন-এ প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘নির্বাচিত হলে আমি প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারব, কারণ আমার নামে কোনো মামলা নেই।’ আর কাজের ক্ষেত্রে জনগণের মতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।

নিজেকে ঢাকার সন্তান দাবি করে সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসীর প্রতি আমার হক বেশি। আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসেবে সেবা করব।’

এর পর নিউমার্কেট থেকে আজিমপুর কবরস্থানে গিয়ে বাবা মোহাম্মদ হানিফের করব জিয়ারত করেন সাঈদ খোকন। সকালে নিউমার্কেটের পর বিকেলে খিলগাঁও এলাকায় জনসংযোগ করার কথা রয়েছে তাঁর।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test