E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নতুন করে সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে’

২০১৫ এপ্রিল ২৪ ১৫:৪০:১৮
‘বিএনপি নতুন করে সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে’

স্টাফ রিপোর্টার : সিটি নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি নতুন করে সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘চলমান রাজনীতি-ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হবে জেনে তারা নির্বাচনের পর বোমাবাজি, জ্বালাও পোড়াও-এর নতুন ক্ষেত্র তৈরির চেষ্টা করছে।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা জানেন নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর ভরাডুবি হবে। মানুষ ৯২ দিনের নাশকতা ভুলে যায়নি। গণতন্ত্র ধ্বংস করার চেষ্টার জবাব ব্যলটের মাধ্যমে দিতে মানুষ প্রস্তুত। বিএনপি ভাঙা ক্যাসেট বাজাচ্ছে। নির্বাচন বানচাল করতে চাচ্ছে। অথবা নির্বাচন-পরবর্তী সময়ে আবার সেই বোমাবাজি নাশকতায় ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি করছে। এরা বিষধর সাপ। ব্যালটের মাধ্যমে এদের জবাব দিতে হবে।

বিএনপি চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন- এই অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, তিনি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। নির্বাচন কমিশনের উচিত তাকে বিরত রাখা। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লাশের গন্ধ যার গায়ে, তিনি নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।

সংগঠনের উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test