E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিচিকলা লাগিয়ে সবরি কলা আশা করতে পারি না’

২০১৫ এপ্রিল ২৫ ১৫:১২:০০
‘বিচিকলা লাগিয়ে সবরি কলা আশা করতে পারি না’

চট্টগ্রাম প্রতিনিধি : দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাসী-জঙ্গিদের ক্ষমতায় আনলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না।

উদাহরণ দিয়ে তিনি বলেন, বিচিকলা গাছ লাগিয়ে সবরি কলা আশা করতে পারি না। বিষয়টি আপনাদের বিবেচনা করতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ট্রেনিং একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বন্দরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরের ১২৮ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। সেই অগ্রযাত্রায় আপনাদের সকলকে শরিক হতে হবে।দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

চট্ট্রগামের প্রতি প্রধানমন্ত্রী খুবই আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, একদিন একনেক সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়ে কথা উঠলো। উন্নয়নের জন্য করপোরেশনের টাকা প্রয়োজন।

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, সিটি করপোরেশন বন্দরের কাছে বেশকিছু টাকা পাবে, আপনি সেগুলো দেওয়ার ব্যবস্থা করেন। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে আমি ১১২ কোটি টাকার চেক দিলাম। সাবেক মেয়র সেই চেক গ্রহণ করলেন।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী নগরীর যানজট নিরসনে একটি ট্রাক টার্মিনাল করে দেওয়ার অনুরোধ করেছিলেন জানিয়ে বলেন,‘ওনি ট্রাক টার্মিনাল করলেন না। মালিক শ্রমিকদের স্বার্থে আমরা একটি ট্রাক টার্মিনাল করে দিয়েছি। আরো একটি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে।’

জলাবদ্ধতা নিরসন বন্দরের কাজ না হলেও মাল্টিপারপাস ড্রেজার কিনে খাল খনন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘জলাবদ্ধতা নিরসন বন্দরের কাজ নয়। প্রধানমন্ত্রী আমাকে বললেন জলাবদ্ধতা নিরসনে টাস্কফোর্স গঠন করে কিছু কাজ করে দাও। বন্দরের টাকায় ড্রেজার কিনে খাল খনন করলাম। মহেলশখালে স্লুইস গেইট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলাম।’

তিনি বলেন, এসব কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই তার হাতকে শক্তিশালী করতে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। তার হাত শক্তিশালী হলে আরো উন্নয়ন হবে।

সভায় অন্যান্যের মধ্যে বন্দর সদস্য (হারবার এন্ড মেরিন) শাহীন রহমান, (প্রকৌশল) জুলফিকার আজিজ, (প্রশাসন) নজরুল ইসলাম, পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার, (প্রশাসন) জাফর আলম, (নিরাপত্তা) লে.কর্নেল আলমগীর কবির, সচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/পিবি/এপ্রিল ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test