E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটি নির্বাচন, ঢাকা উত্তর

বিজয়ী আনিসুল হক

২০১৫ এপ্রিল ২৯ ০৯:০৭:৪৩
বিজয়ী আনিসুল হক

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উত্তরের ১০৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলের ভিত্তিতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন উত্তর প্রধান রিটানিং কর্মকর্তা শাহ আলম।

আনিসুল হক পেয়েছেন ৪৬০১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩২৫০৮০ ভোট।

টেবিলি ঘড়ি প্রতীক নিয়ে আনিসুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

এ নির্বাচনের মধ্যদিয়ে তিন সিটি করপোরেশনের প্রতিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করে।

এছাড়া অন্য মেয়র প্রার্থীদের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত শেখ ফজলে রাব্বি মাসউদ কমলালেবু প্রতীকে ১৮০৫০ ভোট, সিপিবি-বাসদ সমর্থিত আব্দুল্লাহ আল ক্বাফি (কাফী রতন) হাতি মার্কা প্রতীকে পেয়েছেন ২৪৭৫, কে ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১২১৬, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইলিশ মাছ প্রতীকে ২৯৬৮, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী লাউ প্রতীকে ৯১৫, নাদের চৌধুরী ময়ুর প্রতীকে ১৪১২, বাহাউদ্দিন আহমেদ (বাবুল) চরকা প্রতীকে ২৯৫০, মাহী বি চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ১৩৪০৭, মোয়াজ্জেম হোসেন খান মজলিস ফ্লাক্স প্রতীকে ১০৯৫, আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা প্রতীকে ৯০০, মো. জামাল ভূঁইয়া টেবিল প্রতীকে ১১৪০, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি টেলিস্কোপ প্রতীকে ৭৩৭০, শামসুল আলম চৌধুরী চিতা বাঘ প্রতীকে ৯৮২ এবং শেখ শহীদুজ্জামান দিয়াশলাই প্রতীক নিয়ে পেয়েছেন ৯২৩ ভোট।
এ পর্যন্ত বৈধ মোট ভোটের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার। আর বাতিল ভোটের সংখ্যা ৩৩ হাজার ৫৮১।

ডিএনসিসি ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগে বেলা ১২টার দিকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।

(ওএস/অ/এপ্রিল ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test