E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটি নির্বাচন, চট্টগ্রাম

বিজয়ী আ জ ম নাছির উদ্দিন

২০১৫ এপ্রিল ২৯ ০৯:১১:৪১
বিজয়ী আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

হাতি প্রতীক নিয়ে নাছির পেয়েছেন চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীক নিয়ে পেয়েছেন তিন লাখ ৪ হাজার ১৩৭ ভোট।

মোট ৭১৯টি কেন্দ্রের মধ্যে সব ক’টির প্রাপ্ত ফলাফলে এক লাখ ৭১ হাজার ২২৪ ভোটের ব্যবধানে মনজুরকে হারিয়ে জয়ের মুকুট পরলেন আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাক‍ায় মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ৭১৯টি কেন্দ্রে ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৪৭ হাজার ২৯২টি। চসিকের এ নির্বাচনে ভোট পড়েছে ৪৭.৯ শতাংশ।

এবার সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন এবং মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভোট চলাকালীন বিভিন্ন কেন্দ্রে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। একই অভিযোগে এর কিছুক্ষণ পরই ঢাকার দুই সিটিতেও ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় দলটি।

(ওএস/এএস/এপ্রিল ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test