E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাউন্সিলর পদেও আ'লীগ সমর্থিতদের জয়জয়কার

২০১৫ এপ্রিল ২৯ ২১:৪৭:৫৬
কাউন্সিলর পদেও আ'লীগ সমর্থিতদের জয়জয়কার

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে মেয়রের পাশাপাশি কাউন্সিলর পদেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।

তিন সিটির ১৩৪টি সাধারণ ওয়ার্ডের ৯৬টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আর দলের সমর্থন না পেয়েও নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন ১৮টি ওয়ার্ডে। এই হিসেবে ১১৪ ওয়ার্ডেই জয়ী ক্ষমতাসীন দলের নেতারা।

তবে অনিয়মের অভিযোগ তুলে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর নির্বাচন বর্জন করলেও, বিএনপি সমর্থিতরা ১১টি ওয়ার্ডে জয় পেয়েছেন। বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও জয় পেয়েছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পূর্ণ সময় নির্বাচনে থাকলেও তাদের সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থী জয় পেয়েছেন। আর জামায়াত নির্বাচন নির্বাচন বর্জন করলেও তাদের সমর্থিত প্রার্থী একটি ওয়ার্ডে জয় পেয়েছেন। এছাড়া নির্দলীয়রা জয় পেয়েছেন ৬টি ওয়ার্ডে। স্থগিত রয়েছে একটি।

ঢাকা উত্তর সিটির করপোরেশনে আওয়ামী লীগের সাফল্যের হার সবচেয়ে বেশি। ৩৬টি ওয়ার্ডের ৩৪টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। ২১টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীরা। ১৩ ওয়ার্ডে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। দলের সমর্থন না পেয়ে তারা নিজ দলের সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই সিটিতে মাত্র একটি ওয়ার্ডে জয়ী হয়েছে নির্বাচন বয়কট করা বিএনপি সমর্থিত প্রার্থী। একটি জয়ী হয়েছে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী।

দক্ষিণ সিটি কর্পোরেশনে তুলনামূলকভাবে 'খারাপ' করেছে আওয়ামা লীগ। ৫৭ ওয়ার্ডের ৩৯টি জয়ী হয়েছেন দলটির সমর্থন পাওয়া প্রার্থীরা। পাঁচটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। সমান সংখ্যক জয় পেয়েছে বিএনপির সমর্থিতরা। এই সিটিতে বিএনপিরও একজন বিদ্রোহী জয় পেয়েছেন। অন্য দুই সিটিতে নির্দলীয়রা জয় না পেলেও দক্ষিণে ছয়জন স্বতন্ত্র প্রার্থী জয় পেছেন। স্থগিত রয়েছে একটি ওয়ার্ডের ফলাফল।

চট্টগ্রামে ৪১ ওয়ার্ডের ৩৫টিতে জয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ভোট শুরুর তিন ঘণ্টা পর নির্বাচন বর্জন করেও ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থীরা। একটিতে জয়ী জামায়াত সমর্থিত প্রার্থী।

(ওএস/পিএস/এপ্রিল ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test