E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী’

২০১৫ এপ্রিল ৩০ ১৮:৩১:৫৯
‘নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী’

স্টাফ রিপোর্টার : এবারের সিটি করপোরেশন নির্বাচন অনেক বেশি উৎসবমুখর ছিল বলে দাবি করেছে সহস্র নাগরিক কমিটি। কমিটির মতে, সামগ্রিকভাবে এ নির্বাচন সফল হয়েছে। বিএনপির নির্বাচন বর্জন অনাকাঙ্ক্ষিত।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটির নেতারা তাঁদের মতামত তুলে ধরেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব গোলাম কুদ্দুস।

সংগঠনের আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচন বর্জন করে বিএনপি দায়িত্বশীল ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। আমরা চাই না, কোনো রাজনৈতিক দল বিলুপ্ত হোক কিংবা হারিয়ে যাক। এখন বিএনপি চিন্তা করুক।’ তিনি বলেন, ‘আমরা যেসব কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী।’

লিখিত বক্তব্যে গোলাম কুদ্দুস বলেন, ‘কতিপয় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর সমর্থকেরা কোনো কোনো কেন্দ্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে, ব্যালট পেপার ছিনিয়ে নেয়। কিন্তু প্রতিদ্বন্দ্বী মেয়র সমর্থকদের মধ্যে এ ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৯৮২টি ভোট কেন্দ্রের মধ্যে সর্বাধিক ২০টি কেন্দ্রে এ ধরনের অনভিপ্রেত অনিয়মের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এ কেন্দ্রগুলোর বিষয়ে তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই।’

নাগরিক কমিটির সদস্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা শাহীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test