E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনে বিএনপি-জামায়াতের মেরুদণ্ড ভেঙে গেছে

২০১৫ মে ০১ ১২:৫৭:২৪
নির্বাচনে বিএনপি-জামায়াতের মেরুদণ্ড ভেঙে গেছে

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সিটি নির্বাচনের আগের দিনই বিএনপি সিদ্ধান্ত নিয়ে রেখেছি নির্বাচন বর্জনের। এই নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের পরাজয় হয়েছে। ফলে বিএনপি-জামায়াতের মেরুদণ্ড ভেঙে গেছে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে গত তিন মাস নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। তাদের পক্ষে আর কখনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি সম্ভব হবে না।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিএনপি কেন দুপুর ১২টায় নির্বাচন থেকে সরে এলো। কারণ তারা দেখতে পেলো অধিকাংশ পোলিং এজেন্ট কেন্দ্রে আসে নাই। যেসব নেতারা আন্দোলন ডেকে রাস্তায় নামতে পারে না তারা নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারে না। এ কারণে অধিকাংশ ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেখা যায়নি। নেতাদেরকেও বিভিন্ন কেন্দ্রে ঘুরতে আমরা দেখি নাই। তারা বুঝতে পেরেছে তাদের পরাজয় হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের পরে কিছু পত্রপত্রিকায় লেখা হলো, নির্বাচন নিয়ে প্রশ্ন তুললো। কিন্তু এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, অগ্রগতি ও উন্নয়ন বিজয়ী হয়েছে। যারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখতে চায় তাদের পরাজয় হয়েছে। পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে এই নির্বাচনকে বিতর্কিত করা চেষ্টা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ ডেকে শ্রমজীবী মানুষে পেটে লাথি মেরেছে। তাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।’

হকার্সদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন রিকশাওয়ালা ঢাকা শহরে আধা বেলা রিকশা চালালে ৫০০ টাকা আয় করতে পারে। সরকারের শ্রমবান্ধব ও কৃষকবান্ধব কর্মসূচির জন্যই এটি হয়েছে। শতবর্ষের খাদ্য ঘাটতির জনপদ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।’

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ওএস/অ/মে ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test