E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আপনারা আমার পাশে থাকুন’

২০১৫ মে ০১ ২০:২০:০০
‘আপনারা আমার পাশে থাকুন’
 
 
 

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিতি কম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে শ্রমিক পার্টির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশস্থলে পৌঁছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা সমর্থিত মেয়র প্রার্থীসহ অনেক কেন্দ্রীয় নেতাকে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন এরশাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এরশাদ বলেন, আমাদের দুর্বলতা কী তা জানি। আজকের সমাবেশেও অনেকে আসেননি, কেন আসেননি, জানি না। তবে যে যাই করেন না কেন, মনে রাখবেন নির্বাচনে এই লাঙ্গল প্রতীক নিয়েই যেতে হবে।
‘শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কেউ কিছুই করে না। কেবল শ্রমিকদের রক্ত দিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পাহাড় বানান। মনে রাখা দরকার সব কিছুই নির্ভর করে শ্রমিক এবং কৃষকের উপর। যে কারণে আমার শাসন আমলে একজন শ্রমিকও না খেয়ে মরেনি, ভিক্ষা করেনি,’ যোগ করেন সাবেক এই রাষ্ট্রপতি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। আপনারা আমার পাশে থাকুন, আমার হাতকে শক্তিশালী করুন। নতুন সূর্য উঠেছে, সে সূর্যকে আমরা ছিনিয়ে আনবোই।
দলের নেতা-কর্মীদের প্রত্যাশা থাকলেও তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি এরশাদ।

(ওএস/এএস/মে ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test