E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে’

২০১৫ মে ০২ ১৩:৫৫:২৯
‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে’
 
 
 

স্টাফ রিপোর্টার : সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

 

শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক শেষে এক ব্রিফিং এ তিনি এ দাবি করেন।

তিনি বলেন, নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। স্থানীয় নির্বাচনে প্রাণহাণির মতো ঘটনাও ঘটে। কিন্তু এবারের নির্বাচনে তেমনটি হয়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

নাসিম বলেন, নির্বাচনের দিন মানুষ সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কারচুপি হলে বিএনপি নয় লাখ ভোট পেল কিভাবে?

প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি নির্বাচন বর্জন করেছে দাবি করে নাসিম বলেন, সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরে বিএনপি নির্বাচন বর্জন করে। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিতর্কিত করা।

তিনি বলেন, খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রচারণায় নেমে নিরব বিপ্লবের কথা বলেছেন। কিন্তু তিনি নিরবে নির্বাচন বর্জন করলেন।

আগামী জাতীয় নির্বাচনও বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে হবে বলে মত দেন নাসিম।

এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমাদের কূটনীতিকরা সবসময় রুটিনমাফিক কিছু কথা বলে থাকেন। তারপরেও বিএনপি নির্বাচন বর্জনে তারা হতাশা প্রকাশ করেছেন। নির্বাচনে কোনো সমস্যা হয়ে থাকলে কমিশন দেখবে।

তিনি বলেন, সরকারের কোমর শক্তই আছে। আমাদের শক্তি আছি। আমরা দেখতে চাই বিএনপির কোমর কতটুকু শক্তিশালী।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, মুকুল বোস, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাৎ চৌধুরী, নুরুর রহমান সেলিম প্রমুখ।

(ওএস/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test