E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেলে পদত্যাগ'

২০১৫ মে ০২ ১৪:২৪:৪৯
‘দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেলে পদত্যাগ'
 
 
 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দুর্নীতি ও নাছির কখনো একসঙ্গে চলতে পারে না। নগরীর উন্নয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনরকম বাধা সৃষ্টি করতে পারবে না এবং এজাতীয় কোন প্রমাণ পাওয়া গেলে আমি পদত্যাগ করবো।

 

শুক্রবার বিকেলে চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ আয়োজিত নগরীর লালদীঘির মাঠে শ্রমিক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর সহযোগিতায় চট্টগ্রামকে স্বপ্নের মেগাসিটি বিনির্মাণে সকলের সহযোগিতা চেয়ে আ জ ম নাছির বলেন, আমার কাছে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন স্থান নেই। কারণ আমি ছাত্র রাজনীতি থেকে অনেক কষ্টে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছি। আমি কোনদিন ধ্বংসাত্মক রাজনীতি করিনি। যখন সুযোগ পেয়েছি জনগণের কল্যাণে কাজ করেছি। আল্লাহ আমাকে সব দিয়েছেন। এখন নগরবাসী আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করব। এক্ষেত্রে সকল বাধা বিপত্তি জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে মেহনতি শ্রমিক জনতা তাদের অধিকার থেকে বঞ্চিত। যাদের শ্রম ও ঘামে অর্থনীতি নির্ভর তাদের ন্যায্য পাওনা ও মর্যাদা দেওয়া হয় না। কিন্তু আমার কাছে শ্রমিক জনতা সকলেই সমান। শ্রমিক জনতাকে বঞ্চিত বা অবহেলা করে নগরীর উন্নয়ন করা যাবে না। তাই শ্রমিকদের যেকোন দাবি ও অধিকার বাস্তবায়নে আমি সকল শ্রেণীপেশার মানুষের পাশে থাকব।

(ওএস/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test