E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাঁকা বুলি না আওড়ানোর পরামর্শ

২০১৫ মে ০২ ১৪:৩৫:৫৫
ফাঁকা বুলি না আওড়ানোর পরামর্শ
 
 
 

কুষ্টিয়া প্রতিনিধি : জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানকে সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ‘ফাঁকা বুলি’ না আওড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

নির্বাচন নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে শনিবার ইনু এ মন্তব্য করেন।

‘নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ আমরা শুনেছি এবং শুনবো। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না,’ কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার সকালে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিদেশী বন্ধুরা ৩ হাজার কেন্দ্রের ফলাফল ছাড়াই ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তথ্য উপাত্ত এবং প্রমাণ দিয়ে কথা বলবেন।

সিটি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সাংবাদিকদের বাধা দেয়া প্রশ্নে ইনু বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কর্মশালায় তথ্যমন্ত্রীর সাথে ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, পৌর মেয়র শামিমুল ইসলাম সানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।

কর্মশালায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ জনপ্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test