E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাসিক মেয়র বুলবুলের বরখাস্ত আদেশ বাতিলের দাবিতে কর্মসূচি

২০১৫ মে ১১ ১৫:২৩:১১
রাসিক মেয়র বুলবুলের বরখাস্ত আদেশ বাতিলের দাবিতে কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম।

নগরীর একটি রেস্তোরাঁয় সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে আটদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল আহসান পান্না বলেন, সিটি মেয়র নির্বাচিত হবার আগে মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। এমনকি ওয়ান ইলেভেন কিংবা অপারেশন ক্লিনহার্টের সময়ও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তিনি সবসময় পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছেন। শুধুমাত্র বিরোধী মতাবলম্বী হওয়ায় তিনি যেনো মেয়র পদে থাকতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

গত ৭ মে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুলবুলের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৫টি মামলা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো বরখাস্ত আদেশে বলা হয়, বুলবুল মেয়র পদে দায়িত্ব পালন করলে মামলাগুলো ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। এছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ ও নির্দেশনা দিয়ে আসছেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার তিন মামলাসহ মোট ১৬টি মামলার আসামি হয়ে তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

(ওএস/এএস/মে ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test