E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম’

২০১৪ মে ১৬ ১৩:৩১:১১
‘প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা গণতন্ত্র এনেছেন। শেখ মুজিব জবাই করেছে। এরশাদ গণতন্ত্র হত্যা করেছে। আর খালেদা জিয়া তা উদ্ধার করেছেন। আবারও গণতন্ত্র উদ্ধার করবেন খালেদা জিয়া।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আত্মীয়তা করার সমালোচনা করে দুদু বলেন, তাদের ছেলে-মেয়েদের সঙ্গে নিজেদের ছেলে-মেয়েদের বিয়ে দিবেন, হতে পারে না। এরা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এদের ত্যাগ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, গণতান্ত্রিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনির, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল।

(ওএস/জেএ/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test