E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী’

২০১৫ মে ২১ ১৮:০৩:৪১
‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এলাকার উন্নয়নে সব সময় আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই দেশে আজ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন ম্লান করে লুটপাটের রাজত্ব কায়েম করে।

এলাকার জনগণের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি থোক বরাদ্দ রয়েছে। যা এই এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। তবে উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে।

এজন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলীসহ দলীয় নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জনস্বার্থে যেসকল প্রকল্প গ্রহন করা হয়েছে ওই প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে প্রধান অতিথীর বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি এ কথাগুলো বলেন।

আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে স্থানীয় জন প্রতিনিধি, শুশীল সমাজের, নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতা কর্মীদের সমন্বয়ে মত বিনিময় সভায় বিশেষ অথিতী ছিলেন বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সভায় উপজেলা চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহন করা প্রকল্প সমুহ বাস্তবায়ন ও এর অন্তরায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, আবুল হোসেন লাল্টু, গোলাম মোস্তফা সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়া, আব্দুর রইচ সেরনিয়াবাত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর সন্যামত, আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান আজাদ, আবু সালেহ লিটন, মিন্টু সেরনিয়াবাতসহ ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।

ওই সভায় উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/মে ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test