E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version


মাগুরা-১ উপ-নির্বাচন : আ'লীগ প্রার্থী বিজয়ী

২০১৫ মে ৩০ ২৩:৩৬:৩৮
মাগুরা-১ উপ-নির্বাচন : আ'লীগ প্রার্থী বিজয়ী

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহাব ৯৩ হাজার ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তপন কুমার সিংহ পেয়েছেন মাত্র ১২ হাজার ৭৯০ ভোট।

বিগত ১৯৯৪ সালে মাগুরা-২ আসনে বিএনপির বিতর্কিত নির্বাচনের কলঙ্কিত অধ্যায়টি মুছে দেবার লক্ষ্যেই এই নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। একটি বিশেষ মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলার চেষ্টা করলেও তাদের অতিরিক্ত নজরদারির কারণে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মুজিবুর রহমান।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আসনের ১৪০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৩.৩৫ শতাংশ ভোট পড়েছে।

মাগুরা পৌরসভা, সদর উপজেলার ৯টি ইউনিয়ন এবং শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন গঠিত।

জাতীয় সংসদের ৯১নং মাগুরা-১ আসনের এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী হচ্ছেন বিএনএফ এর একেএম মুতাসিম বিল্লাহ এবং এনপিপি’র কাজী তৌহিদুল আলম। কাজী তৌহিদুল আলম পেয়েছেন সর্বসাকুল্যে ৯০২ ভোট আর মুতাসিম বিল্লাহ পেয়েছেন ৭০৯ ভোট।

(ডিসি/পিএস/মে ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test