E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দক্ষিণ এশিয়ায় দু’একটি পরিবারের পলিটিকাল লিগ্যাসি রয়েছে’

২০১৫ জুন ১০ ১৭:৪৩:৪৯
‘দক্ষিণ এশিয়ায় দু’একটি পরিবারের পলিটিকাল লিগ্যাসি রয়েছে’

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, দক্ষিণ এশিয়ায় দু’একটি পরিবারের পলিটিকাল লিগ্যাসি রয়েছে তার মধ্যে বাংলাদেশে একমাত্র পরিবার হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার।

তিনি বলেন, জাতির জনক সারাজীবন গণতন্ত্রের জন্য, শোষিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি আজ জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

স্বতন্ত্র ইবতেদয়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মোখলেসুর রহমান, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী, সমিতির প্রধান উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

তিনি আরো বলেন,০৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর সাহসী প্রচেষ্টায় নির্বাচন সম্পন্ন না হলে দেশে অসাংবিধানিক সরকারের উত্থান হতো। বাংলাদেশ আরো ২০ বছর পিছিয়ে যেত। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ২২ টি চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাট কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অন্তভূর্ক্তির বিষয়টি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি অকর্ষণ করতে ডেপুটি স্পিকারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে ৬০৪৮ টি মাদ্রাসা রয়েছে যেখানে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা দান করা হয় অথচ এই মাদরাসাগুলো শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে। মাদরাসাগুলোকে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকাটা যথোচিত ছিল। যেহেতু শিক্ষক সমিতির দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে থাকার তাই শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত হবে আলোচনা সাপেক্ষে এদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিকট সঠিক তথ্য-উপাত্ত সঠিক ভাবে উপস্থাপন করলে তিনি আপনাদের দাবি সবটুকু পুরণ করতে না পারলেও আপনাদের বঞ্চিত করবেন না। শিক্ষানুরাগী এই সরকার নিশ্চয়ই চাইবেন না শিক্ষকরা দুর্দশার মধ্যে জীবন অতিবাহিত করুক। এ সময় তিনি সকল মাদ্রাসা শিক্ষকদের অসাম্প্রদায়িক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে স্বাধীনতার স্বপক্ষের সরকারকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান।

(আরআই/এএস/জুন ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test