E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বিএনপি-জামায়াত আ'লীগকে নির্মূল করতে চেয়েছিল'

২০১৫ জুন ১২ ২০:০৬:৩৪
'বিএনপি-জামায়াত আ'লীগকে নির্মূল করতে চেয়েছিল'

নাটোর প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে একের পর এক আ'লীগ নেতাদের হত্যা করে আ'লীগকে নির্মূল করতে চেয়েছিল।

এরই ধারাবাহিকতায় লালপুরের জনপ্রিয় নেতা মমতাজ উদ্দিন, সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া, শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়।

তিনি বলেন, খালেদা জিয়ার ২ পুত্র কোকো ও তারেক রহমানের নের্তৃত্ব দিয়ে দেশে জঙ্গি ও সন্ত্রাসের ঘাঁটি গেড়েছিলেন। তারা ভেবেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের হত্যা করে বাংলাদেশকে আওয়ামী লীগ শূন্য করা যাবে। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।

তিনি আরো বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছেন। দুর্নীতিবাজ খালেদা জিয়া সরকার সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে দুর্নীতির কালিমা লেপ্টে দিয়েছিলেন তা থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে তুলে ধরেছেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙ্গালী জাতি ভিক্ষুকের জাতি নয়।

তিনি আরো বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা হবে।

শুক্রবার বিকেলে লালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, নাসিমা বানু লেখা, লালপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।

(এমআর/পিএস/জুন ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test