E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল'

২০১৫ জুলাই ০৯ ২১:২০:২১
'বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল'

দিনাজপুর প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি ক্ষমতায় এসে, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কারণ এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও কোন দিন যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সারাজীবন ভিক্ষার ঝুলি নিয়ে চলতে হয়, ৫ বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত জোট সেই চেষ্টাই করে গেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা বীরের জাতি, আমরা চাই বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, আত্মনির্ভরশীল হবে। বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ লক্ষ্য নিয়েই শেখ হাসিনা সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলা করে একমাত্র আওয়ামীলীগই দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু দল গঠন করার পর থেকে ধাপে ধাপে আওয়ামী লীগ আজ এই জায়গায় এসেছে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে শেখ মুজিব ও তার পরিবারের কখনই বিচার হতো না। শেখ হাসিনার সরকার দেশের তৃণমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, আগামী ২০১৭ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারব বলে আশা করি।

বৃহস্পতিবার বেলা ১টায় দিনাজপুর পার্বতীপুরের ৮নং হাবড়া ইউনিয়নের পার্বতীপুর-ফুলবাড়ী সংযোগ রামচন্দ্রপুর ঘাটে পার্বতীপুর অংশের স্বর্গীয় রমনী কান্ত (মাষ্টার) ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এমএ ওহাব সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসানসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বেলা ১২টায় মন্ত্রী পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহীন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসিজিএ/পিএস/জুলাই ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test