E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার সরকারবিরোধী আন্দোলনের ডাক 'হম্বিতম্বি' ছাড়া কিছুই নয়

২০১৫ জুলাই ২১ ১৮:১৪:১১
খালেদার সরকারবিরোধী আন্দোলনের ডাক 'হম্বিতম্বি' ছাড়া কিছুই নয়

গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের ডাক হম্বিতম্বি ছাড়া কিছুই নয়, জনগণই এ ধরনের আন্দোলন প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।

আজ মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্দিষ্ট সময়ে সাংবিধানিকভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি অংশ নিলে জনগণ যদি তাদের ভোট দেয়, তাহলে তারা ক্ষমতায় যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমুদ্রে মানব পাচারকারী, সহয়তাকারী, আশ্রয়দাতাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বল্প খরচে সহজে বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করে সমুদ্রপথে মানবপাচার বন্ধ করা হবে। সৌদি আরবে নারীকর্মী পাঠানোর বিষয়ে কিছু মহল বিরূপ প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মেধা-শ্রমদিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে গতিশীল করাসহ অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা হবে বলেও উল্লেখ করেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

(ওএস/অ/জুলাই ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test