E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর সিটি মেয়র আরো এক মামলায় গ্রেপ্তার 

২০১৫ আগস্ট ০২ ২০:৪৫:০৭
গাজীপুর সিটি মেয়র আরো এক মামলায় গ্রেপ্তার 

গাজীপুর প্রতিনিধি : জামিন শুনানীর দিনে গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে রবিবার আরো এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, চলতি বছরের ৪ জানুয়ারি রাতে জয়দেবপুর চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখানোর জন্য এসআই নাজমুল হক গত বৃহস্পতিবার আদালতে আবেদন করেন। রবিবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেহানা আক্তারের আদালত ওই আবেদন মঞ্জুর করেন। তিনি আরো জানান, গত ৪ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সুরমা হোটেলের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনায় এস আই আরশাদ মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।

মেয়র মান্নানের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, ৮ মামলায় জামিন পেয়ে গত ২১ জুলাই মেয়র কারাগার থেকে মুক্তির অপেক্ষায় ছিলেন। ওইদিন তাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর অবরোধ চলাকালে গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় জয়দেবপুর থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকে দেওয়া হয়। রবিবার এ মামলায় মেয়রের জামিন শুনানী এবং আদেশের নির্ধারিত দিন ছিল। তার আগেই মেয়রকে নতুন করে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হল। এ নিয়ে মেয়র এমএ মান্নানকে মোট ১০ টি মামলায় গ্রেপ্তার দেখানো হল।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ইতিমধ্যে দুইটি মামলায় অধ্যাপক এম.এ মান্নানের নামে চার্জশীট দাখিল হয়েছে।

(এসএএস/অ/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test