E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

‘বিএনপি অন্যকে খাটো করতে গিয়ে নিজেরাই খাটো হয়ে যাচ্ছে’

২০১৫ আগস্ট ২৮ ১৮:১৩:৫৮
‘বিএনপি অন্যকে খাটো করতে গিয়ে নিজেরাই খাটো হয়ে যাচ্ছে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জিয়াউর রহমানকে বড় করতে গিয়ে তাকে কার্যত আরো ছোট করছে বিএনপি ও তাদের চাটুকাররা।

 

শুক্রবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাপ্তাহিক ‘প্রথম সকাল’ আয়োজিত মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার প্রয়াত সিরাজুল ইসলাম মন্টুর স্মরণসভায় তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জিয়াকে এভাবে বড় করতে গিয়ে ছোট করতে করতে একসময় তার অস্তিত্বও খুঁজে পাবেনা তারা। বিএনপি অন্যকে খাটো করতে গিয়ে নিজেরাই আরো ছোট হয়ে যাচ্ছে, এভাবে তারা একসময় আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, সেদিন আর বেশি দূরে নয়।

তিনি আরো বলেন, হরতালের নামে যারা সহিংসতা করে মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের কোনো ক্ষমা নেই। যারা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেনা তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই।

‘প্রথম সকালে’র প্রধান সম্পাদক মাহজেবিন শিরিন পিয়ার সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ্, অধ্যাপক হাসানুজ্জামান, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম।

এছাড়াও সকালে ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হয় উন্নয়ন আর বিএনপি জামায়াত সরকারের আমলে হয় লুটপাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে আগামীতে আরও উন্নয়ন করা সম্ভব।

পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, জিএম কৃষি এ এম আল ইমরান, জিএম প্রশাসন দিলীপ কুমার, জিএম অর্থ জামাল হোসেন, জিএম কারখানা আকমল হোসেন, সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আহাম্মদ ঈদ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বকুল সরদারসহ মিলের কর্মকর্তা কর্মচারীরা।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test