E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুপ্রীম কোর্টের আইনজীবীদের মঞ্চ তৈরিতে পুলিশের বাধা

২০১৪ মে ২৪ ০৭:৫৩:৪৯
সুপ্রীম কোর্টের আইনজীবীদের মঞ্চ তৈরিতে পুলিশের বাধা

স্টাফ রিপের্টার : সুপ্রীম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশের মঞ্চ তৈরিতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে আইনজীবীরা মঞ্চ তৈরি করতে গেলে তারা এই পুলিশি বাধার সম্মুখীন হন।

সারা দেশে খুন, গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার সকাল ১০টায় ওই সমাবেশ করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী অভিযোগ করেন, সমাবেশ স্থলে এসে পুলিশ আমাদের লাইট, চেয়ার ও টেবিল সরিয়ে ফেলেছে।

তিনি অভিযোগ করেন, ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমানের নেতৃত্বে পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা সমাবেশ স্থলে এসে বলেছেন যে, আদালতের নির্দেশ রয়েছে এখানে কোনো সমাবেশ করা যাবে না। কিন্তু তারা কোনো লিখিত দলিল দেখাতে পারেননি।

তিনি বলেন, সুপ্রীম কোর্ট প্রঙ্গণে সমাবেশ করতে হলে পুলিশ প্রশাসনের কোন অনুমতি লাগে না। শুধুমাত্র প্রধান বিচারপতিকে অবগত করতে হয়। আমরা প্রধান বিচারপতিকে অবগত করার পরও পুলিশ সমাবেশে বাধা দিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিল হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, যে জায়গাটিতে মঞ্চ তৈরি করা হচ্ছিল সেখানে মঞ্চ তৈরিতে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর এ কারণেই আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশংকা থেকেই পুলিশ নিজের দায়িত্ব পালন করছে।’

(ওএস/এইচআর/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test