E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা লন্ডনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৩:১১:০১
খালেদা লন্ডনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন

ভোলা প্রতিনিধি : খালেদা জিয়া লন্ডনে গিয়ে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে ভোলা সদরের ভেদুরিয়া ফেরি, লঞ্চ ও খেয়াঘাট এবং ইলিশা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন, তারা বসে নেই। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছেন। খুনের মধ্য দিয়ে যারা রাজনীতিতে এসেছে তাদের কাছ খুনই মূল কথা।

তিনি বলেন, দেশের মানুষের জন্য শেখ হাসিনা যা করেছেন, তাতে তাকে কোনমতেই উৎখাত করা যাবে না। গণতন্ত্রের নামে যারা পেট্রোলবোমা মারে তারা গণতন্ত্রের হত্যাকারী। সেই হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

ঈদে যাত্রী ভোগান্তি কমিয়ে আনার পাশাপাশি নৌ নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ৪টি সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের আমলে নৌ দুর্ঘটনা কমে গেছে। নৌ পথকে নিরাপদ করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আগামীতে দুর্ঘটনার পরিমাণ শুন্যের কোটায় নিয়ে আসা সম্ভব হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, বিআইডব্লিটিএর চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বিআইডব্লিটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ হোসেন, ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, আজিজুল ইসলাম প্রমুখ।

এরআগে ইলিশা ও রাজাপুরের হাজারো মানুষ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেন। পরে তারা নৌ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

(ওএস/এসসি/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)



পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test