E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

২০১৫ অক্টোবর ০৭ ১৪:৫৬:৩৭
কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমকে জেলা নির্বাচন অফিসার চিঠি দিয়েছে। জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র মঙ্গলবার বিকালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাতে পৌঁছানো হয়।

জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনকে উপলক্ষ করে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও সম্ভাব্য প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী গত ১৫ সেপ্টেম্বর থেকে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। আচরন বিধি মেনে চলার জন্য এর আগে দু’দফা তাকে সতর্ক করে চিঠি দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর তাঁর পক্ষে কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হাসমত আলী নেতা তাঁর পক্ষে একটি চিঠি গ্রহন করেন। কিন্তু আচরন বিধি লঙ্ঘন অব্যাহত থাকে।

পরে গত সোমবার ৫ অক্টোবর আরো একটি চিঠি গ্রহন করেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। এরপরও গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সূত্রে নির্বাচন কমিশন জানতে পারে ‘কাদের সিদ্দিকীর প্রচারণা যেমন চলছিল তেমনই চলবে’ নির্বাচনী আচরন বিধি মেনে প্রচারণা চালানোর চিঠিকে তিনি অবজ্ঞা করছেন। এজন্য সর্বশেষ মঙ্গলবার বিকালে সরাসরি তাঁর হাতে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ সম্বলিত একটি পত্র পৌঁছানো হয়েছে।

(আরকেপি/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test