E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, টাঙ্গাইলে হরতাল

২০১৫ অক্টোবর ১৩ ১১:০২:৪৮
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, টাঙ্গাইলে হরতাল

টাঙ্গাইল প্রতিনিধি :জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল।

ঋণ খেলাপির হওয়ায় মঙ্গলবার সকালে এ দুজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান।

গত রোববার এ উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও নিজের মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী নাসরিন সিদ্দিকী।

এদিকে, কৃষক শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, দলের সভাপতি কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক অবৈধভাবে বাতিল হওয়ায় আগামীকাল বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এর আগে ২০১৪ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ঋণখেলাপি হওয়ায় কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ অক্টোবর। টাঙ্গাইল-৪ আসনে ভোট হবে আগামী ১০ নভেম্বর।

(ওএস/এসসি/অক্টোবর১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test