E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অচিরেই জামায়াত-শিবির নিষিদ্ধ হবে’

২০১৫ অক্টোবর ২২ ১৯:০২:১৬
‘অচিরেই জামায়াত-শিবির নিষিদ্ধ হবে’

নীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত-শিবিরের রাজনীতি। এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোনো দিন মনে প্রাণে গ্রহণ করেনি। এতোদিন এই দলটি সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও বাংলাদেশের অস্তিত্বকে মেনে নেয়নি। অথচ এরা বাংলাদেশি পরিচয় বহন করার পর জাতীয় সংগীত গায়নি।

তিনি বলেন, আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিত্বে ও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আর এতেই জামায়াতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে সরকারি অনুদান বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের পাশে থাকেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যার স্বীকৃতি স্বরূপ তিনি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা `চ্যাম্পিয়নস অব দ্য আর্থ` পুরুস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে জনগণকে সজাগ ও প্রতিহত করার আহ্বান জানান।

সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০১৫)

‘অচিরেই জামায়াত-শিবির নিষিদ্ধ হবে’
নীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত-শিবিরের রাজনীতি। এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোনো দিন মনে প্রাণে গ্রহণ করেনি। এতোদিন এই দলটি সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও বাংলাদেশের অস্তিত্বকে মেনে নেয়নি। অথচ এরা বাংলাদেশি পরিচয় বহন করার পর জাতীয় সংগীত গায়নি।

তিনি বলেন, আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিত্বে ও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আর এতেই জামায়াতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে সরকারি অনুদান বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের পাশে থাকেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যার স্বীকৃতি স্বরূপ তিনি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা `চ্যাম্পিয়নস অব দ্য আর্থ` পুরুস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে জনগণকে সজাগ ও প্রতিহত করার আহ্বান জানান।

সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test