E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিতাস উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি

২০১৫ নভেম্বর ০৪ ১৭:০৬:০৯
তিতাস উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি

কুমিল্লা উত্তর প্রতিনিধি : কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দ্বন্দ্বের বলিরপাঠা হচ্ছেন তিতাস উপজেলা আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার রাতে তিতাস উপজেলায় পাল্টা-পাল্টি কমিটি ঘোষণা করায় তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভ্রান্তিতে রয়েছে। নতুন কমিটি দিয়ে পাল্টা সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

আওয়ামীলীগের একাধিক সূত্রে জানা গেছে, গত বছর ১৮ ডিসেম্বর তিতাস উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় এক বছর গত ২৬ অক্টোবর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা মো শওকত আলীকে সভাপতি ও মোঃ মহসিন ভুইয়াকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির বিরুদ্ধে তিতাস উপজেলা আওয়ামীলীগের একাংশ বিদ্রোহ করলে এক সপ্তাহের ব্যবধানে গত ২নভেম্বর সোমবার পারভেজ হোসেন সরকারকে সভাপতি এবং দেওয়ান জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটির অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল সরকার ।

আবার গতকাল মঙ্গলবার রাতে তার স্বাক্ষরিত প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নতুন কমিটি নিয়ে তিতাস উপজেলা আওয়ামীলীগের সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে কোন বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। তারপরও তিতাস উপজেলা আওয়ামীলীগ ও তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এ ব্যাপারে তিতাস উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি পারভেজ হোসেন সরকার বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপির উপস্থিতিতে জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল সরকার স্বাক্ষরিত ৩সদস্য বিশিষ্টি কমিটির অনুমোদন দিয়েছে।

তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী বলেন, সম্মেলনের পর পরই আমাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ৩সদস্য কমিটি দিয়েছেন। পরে গত ২৬ অক্টোবর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৬৭ সদস্য পূনাঙ্গ কমিটি অনুমোদন দেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, তিতাস উপজেলা নতুন কমিটি নিয়ে যে গুজব ছড়াচ্ছে । এ ব্যাপারে আমি গতকাল মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছি।

(ওএফএম/এএস/নভেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test