E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ০৬ ১৫:৩৪:২০
মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ একযুগ পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে আলাদা আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মুকসুদপুর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক এমপি, কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান, সিকদার নুর মোহাম্মদ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রবিউল আলম সিকদার প্রমুখ।

সম্মেলনের উদ্বোধক মুহাম্মদ ফারুক খান এমপি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকল নেতা-কর্মিদেরকে এগিয়ে আসার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, আগামী ১৯ সালের আগে দেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হবেনা। দুর্নিতিসহ ৫ টি মামলার আসামী খালেদা জিয়ার যদি সাজা হয় তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না এমন মন্তব্য করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই সন্ত্রাসমুক্ত, যুদ্ধাপরাধীমুক্ত, দারিদ্রমুক্ত উন্নয়নশীল একটি ডিজিটাল বাংলাদেশ হবে। এজন্য তিনি দলের নেতা-কর্মিদেরকে একযোগে কাজ করার আহবান জানান।

সমাবেশ শেষে এ্যাডঃ আতিকুর রহমান মিয়াকে সভাপতি এবং রবিউল আলম সিকদারকে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেয়া হয়।

সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে সম্মেলন স্থলে হাজির হয়। সম্মেলন উপলক্ষে পুরো মুকসুদপুর উপজেলা সদরকে সাজানো হয় নতুন রুপে। রঙ্গিন ব্যানার, ফেন্টুনে ছেয়ে ফেলানো হয় উপজেলা সদরকে।

(এমএইচএম/এএস/নভেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test