E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি আন্দোলনের নামে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করছে: শেখ সেলিম

২০১৫ নভেম্বর ০৭ ১৬:৫৯:৩২
বিএনপি আন্দোলনের নামে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করছে: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি খালেদা জিয়াকে জিএমবি আইএস-সহ সন্ত্রাসী সংগঠনের নেত্রী উল্লেখ করে বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করছে।

আন্দোলনের নামে তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। শুধু তাই নয় বিদেশী নাগরিক হত্যা করে দেশে অরাজক পরি¯ি’তি সৃষ্টির কাজ করে চলেছে। তারা পুলিশকে হত্যা করেছে।

বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করে গেছেন। আজকে তিনি বেঁচে থাকলে তার বিচার হতো।

শনিবার তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় আওযামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক শামীম, জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, উম্মে রাজিয়া কাজল এমপি, এস.এম কামাল হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন, আমিনুর রহমান আমিন, এম.এ খায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ীমীলীগের সভাপতি আব্দুর রউফ মিয়া।

সম্মেলন শেষে মোক্তার হোসেনকে সভাপতি এবং কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ঘোষণ করা হয়। কমিটির অন্যান্য নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে পুরো উপজেলা ছিল উৎসব মুখর। মিছিলে শ্লোগানে ছিল হাজারো কর্মী-সমর্থক। নেতারা কে কত জনপ্রিয় বা নিজেদের কতটা জনসমর্থন রয়েছে তা জানান দিতে চেষ্টার ত্রুটি করেননি কেউ। বিভিন্ন রাস্তায় রাস্তায় টাঙ্গানো হয় রঙ্গিন পোষ্টার-ব্যানার। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে ভ্যান গাড়ি, বাসে করে হাজার হাজার কর্মী-সমর্থক কাশিয়ানী উপজেলা সদরে সম্মেলনস্থলে হাজির হয়। এক কথায় সারাদিন কাশিয়ানীর সর্বত্র ছিল উৎসব মুখর।

(এমএইচএম/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test