E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াতকে হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে’

২০১৫ নভেম্বর ১৩ ১৬:১৬:১৮
‘বিএনপি-জামায়াতকে হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে’

নীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছন, যারা অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, এসব হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে নীলফামারী শহীদ মিনারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা রাজনীতি করেন দেশের সাধারণ মানুষের জন্য। অথচ বিএনপি-জামায়াত রাজনীতির নামে বাসের হেলপার, রিকশাওয়ালাসহ অনেক সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এই হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিযেছিলো। তারা উন্নয়ন না করে লুটপাট, জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সেখান থেকে দেশকে বাঁচাতে হাল ধরেছিলো শেখ হাসিনা। এখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধি ফিরে আসছে। সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা এখন পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় এবং ধান উৎপাদনে ষষ্ঠ অবস্থানে রয়েছি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের এমন কোনো আচার-আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। যাতে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন।

জেলা যুবলীগের সভাপতি অ্যাড. রমেন্দ্র বর্ধণ বাপীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test