E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়াকে শিষ্টাচার শেখান’

২০১৫ নভেম্বর ১৪ ১৬:১২:৫৪
‘খালেদা জিয়াকে শিষ্টাচার শেখান’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিষ্টাচার শেখাতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী যখন প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন তখন তার শালীনতা ও ভব্যতার যথেষ্ট অভাব দেখা যায়। তাই কীভাবে দেশের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে হয়; তার জন্য দয়া করে আপনাদের নেত্রীকে শিষ্টাচারের শিক্ষা দিন।’

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে হামলা ও আমাদের দেশে সন্ত্রাসী হামলা একই সূত্রে গাঁথা।

‘কিন্তু দুঃখজনক হলেও সত্য বাইরের হামলাগুলোতে ওই দেশের কোনো রাজনৈতিক দল যুক্ত না থাকলেও আমাদের দেশে এগুলো হচ্ছে বিএনপির ছত্রছায়ায়।’

বিএনপিকে জঙ্গিদের ‘আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক’ উল্লেখ করে সাবেক এই বনমন্ত্রী বলেন, বিএনপি’র জোটে অনেক দল আছে যাদের রাজনৈতিক দর্শন হচ্ছে দেশকে তালেবান স্টাইলে পরিচালনা করা। এসব দল মুক্তমনায় বিশ্বাসী নয়।

‘আর খালেদা জিয়া যখন এদের পাশে বসিয়ে বক্তব্যে বলেন- আমাদের দলে কোনো জঙ্গি নেই; তখন মনে হয় এটি জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়,’ যোগ করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test