E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট বিএনপির নেতাকর্মীদের দলে নিলো আওয়ামী লীগ!

২০১৫ নভেম্বর ১৭ ১৮:১১:২৯
বাগেরহাট বিএনপির নেতাকর্মীদের দলে নিলো আওয়ামী লীগ!

বাগেরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে বাগেরহাট বিএনপি ও যুবদলের পাচ শতাধিক নেতাকর্মীকে দলে টেনে নিলো ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যায় জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন দাস তাদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন। এসময় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বগুড়া সফরকালে আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের নাশকতা সৃস্টিকারী হিসেবে অভিহিত করে তাদের আওয়ামীলীগে না নেয়ার কথা জানান। প্রধান ও প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে ৫দিন অতিবাহিত হতে না হতেই উপেক্ষা করলো ফকিরহাট আওয়ামী লীগ। এঘটনায় ফরিকহাটের আওয়ামী গীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সেখানকার এক আওয়ামী লীগ নেতা বলেছেন, সভাপতি স্বপন দাস নিজের খামখেয়ালী মতো কাজ করে থাকেন। তার উপরে ফকিরহাটে কেউ কথা বলার নেই। বলা যায় তিনি এক প্রকার মুকুটহীন সম্রাটের মতো বাধাহীন ভাবে কোন জবাবদিহীতা ছাড়াই দল চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুনির্দিস্ট নিদেশনার পরও তিনি ফকিহাটের সুবিধাভোগীদের দলে ভিড়িয়েছেন যা কোন ভাবেই কাম্য হতে পারে না।

ফকিরহাট আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লখপুরের ভবনা স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ও যুবদল থেকে আওয়ামী লীগে যোগ দেয়া পাচ শতাধিক নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির ফরাজি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের মোড়ল ও ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ ইকবাল।

এসব যোগদানকারীদের মধ্যে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মী বা নাশকতার মামলার কোন আসামী রয়েছে কিনা সে বিষিয়ে ফকিরহাট থানা পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান স্বপন দাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা তার স্মরনে আছে উল্লেখ করে তিনি জানান, স্থানীয় ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ ৫ শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান করছেন। যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন তাদের বিষয়ে আগে ভাগে যাচাই বাছাই করা হয়েছে বলে তিনি দাবী করেন।

(একে/এএস/নভেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test