E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্তরিক: খাদ্যমন্ত্রী

২০১৫ নভেম্বর ২২ ১৫:৪৪:০৯
জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্তরিক: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :মুক্তিযোদ্ধের বিপক্ষ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্তরিক।  আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধের বিপক্ষ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্তরিক।

হাইকোর্ট এ ব্যাপারে রায় দিয়েছেন। বিষয়টি আপিল বিভাগে আছে। আপিল নিষ্পত্তি হলেই জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র। আমাদের প্রত্যাশা সামনের নির্বাচনে সরকার ও বিরোধী দল উভয়ই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।

সাকা-মুজাহিদের রায় কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, কুখ্যাত এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরে ১৬ কোটি মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। রায় কার্যকরে গতবারের মতো এবার কোনো পশ্চিমা দেশ কিংবা বিদেশি লবিস্ট প্রধানমন্ত্রীর কাছে আপিল করার সাহস পায়নি। সাকা চৌধুরীর দাম্ভিকতার পতন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, তিনি আমাকে নিয়ে বিদ্রুপ করেছিলেন। নিজে নিজে বহুত অহমিকা করতেন। গত রাতে তার এই দাম্ভিকতার পতন হয়েছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের এবং মুজাহিদের রায় ও ফাঁসি কার্যকর সবই হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী। যুদ্ধাপরাধীদের বিচার যেভাবে বাংলার মাটিতে হচ্ছে তেমনি আগুনসন্ত্রাসীদের বিচারও বাংলার মাটিতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর যারা হরতাল ডেকে আদালতকে অবমাননা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।


(ওএস/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test