E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

২০১৫ নভেম্বর ২৩ ০৯:১০:২১
জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির প্রতিবাদে আজ (সোমবার) সকাল ৬টা থেকে সকাল-সন্ধা হরতাল পালন শুরু করেছে দলটি।

রবিবার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ১০ মিনিটের মাথায় দলটির পক্ষ থেকে আজকের এ হরতাল আহ্বান করা হয়। দলীয় এক বিবৃতির মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, মুজাহিদ তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতে বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কথা সম্পূর্ণ মিথ্যা। আমি রাষ্ট্রপতির নিকট মার্সি পিটিশন করিনি। এর পরেও সরকারের কয়েকজন মন্ত্রী অবলীলায় মিথ্যাচার চালিয়েই যাচ্ছেন। এই মিথ্যাচারীদের কাছে যখন সচেতন সাংবাদিকরা প্রাণভিক্ষার আবেদনপত্র দেখতে চেয়েছেন তখন এ কাপুরুষেরা বিভিন্ন ছুতানাতায় তা প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেছেন। এ থেকেই প্রমাণিত হয়, মুজাহিদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ রাজনৈতিক, প্রতিহিংসামূলক, মিথ্যা ও জালজালিয়াত দুষ্ট। জনগণ যথাসময়ে সরকারের এ মিথ্যাচারের সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজকের (সোমবার) হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হরতালকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি রাজধানীতে বিজিবিও টহল দেবে।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test