E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২০১৫ নভেম্বর ২৩ ১৩:৪৪:৪৮
সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।

সোমবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক।

উপ-নির্বাচনে জাতীয় পার্টি, বিএনএফ ও স্বতন্ত্র থেকে আরও চারজন মনোনয়নপত্র জমা দিলেও পরবর্তীতে তারা প্রত্যাহার করে নেওয়ায় সৈয়দা সায়রা মহসিন একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী মারা গেলে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test