E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলীয় প্রতীক পেতে জাজিরা পৌরসভায় আ’লীগের প্রার্থীর মনোনয়ন লড়াই

২০১৫ নভেম্বর ২৩ ১৪:৩৩:২৫
দলীয় প্রতীক পেতে জাজিরা পৌরসভায় আ’লীগের প্রার্থীর মনোনয়ন লড়াই

শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচন কমিশন এখনো পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষণা না করলেও শরীয়তপুরের জাজিরা পৌরসভায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীদের মাঠে না পাওয়া গেলেও ক্ষমতাশীন আওয়ামীলীগের প্রায় এক ডজন প্রার্থী মনোনয়ন পেতে লোবিং গ্রুপিং শুরু করে দিয়েছেন। তারা সকলেই কেউ স্থানীয় সাংসদের কাছে ধর্না দিচ্ছেন, কেউ যাচ্ছেন উপজেলা চেয়ারম্যানের কাছে আবার কেউবা সমর্থন নিতে দৌড়াচ্ছেন জেলা পরিষদের প্রশাসকের কাছে। তবে আওয়ামীলীগের ঘাটি বলে খ্যাত এই পৌরসভায় বিএনপির মাত্র একজন প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও তাকে প্রতিপক্ষ মনে করছেনা সরকার দলের কোন প্রার্থীই।

২০০৩ সালে পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১১ সালের ২৭ ডিসেম্বর জাজিরা পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ইউনুস বেপারীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন যুবলীগ নেতা আবুল খায়ের ফকির। বিগত নির্বাচনেও আওয়ামীলীগের ১৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবছরের তালিকাও তার খুব একটা ছোট না। আসন্ন নির্বাচনে জাজিরা পৌরসভায় আ’লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন, শরীয়তপুর জেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মির্জা হযরত আলী, জাজিরা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক আবদুল হক কবিরাজ, বর্তমান মেয়র যুবলীগ নেতা আবুল খায়ের ফকির, প্রবীণ আ’লীগ নেতা ইব্রাহিম মাস্টার, আ‘লীগ নেতা এ্যাডভোকেট কাজিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আক্কাস মুন্সি, আনিসুর রহমান মাদবর, মোঃ ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর, সাধারন সম্পাদক সাবেক কমিশনার নুর হোসেন কাজি ও আলাউদ্দিন ফকির ।

অপর দিকে কেন্দ্রীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিলে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি শিকদার ইকবাল হোসেন একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জাজিরা পৌর এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীরা নানা ধরনের ডিজিটাল পোষ্টার, ব্যানার ও ফ্যাষ্টুন দিয়ে ছেয়ে ফেলেছেন পুরো পৌর এলাকা। এ পৌরসভায় বর্তমান ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার । জাজিরা উপজেলায় সরকারী দল আওয়ামীলীগ ত্রিধাবিভক্ত। মনোনয়ন নিয়ে এ দলের জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে একজন মনোনয়ন পেলেও এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান মেয়র আবুল খায়ের ফকির বলেন, আমি বিগত ৫ বছরে জাজিরা পৌ বাসীর কল্যানে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের চেষ্টা করেছি। পৌরসভার মানুষ আমাকে তাদের ভাই-সন্তানেরমত ভালোবাসে। আমি দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করে আবার তাদের খেদমত করতে চাই।

সাবেক মেয়র ও জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল হক কবিরাজ বলেন, আমি জাজিরা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র। আমার সময়ে আমি পৌরসভার প্রভূত উন্নয়ন করেছি। আমার দলীয় কর্মকান্ড বিচার করে দল আমাকে মনোনয়ন দিবে এটা আমি আশা করছি।

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী শিকদার মো. ইকবাল হোসেন বলেন, কেন্দ্রীয়ভাবে আমার দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করলে এই পৌরসভায় আমাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি আশা করি জাজিরা পৌরসভার সচেতন ভোটরেরা সঠিক সিদ্ধান্ত গ্রহনে ভুল করবেনা।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মীর্জা হজরত আলী বলেন, আমি দলীয় মনোনয়ন লাভের আশায় জ্যাষ্ঠ নেতাদের সাথে কথা বলেছি। জাজিরা পৌরসভার মানুষের কাংখিত উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। তাই আমি বিশ্বাস করি আওয়ামীলীগ আমাকে মনোনয়ন দিবে।

(কেএনআই/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test