E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা

২০১৫ নভেম্বর ২৩ ১৪:৫১:১২
মদনে প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও নেত্রকোণার মদন পৌরসভার সর্বত্রই নির্বাচনী হাওয়া বইছে। ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ।

বর্তমান সরকার দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনের ঘোষণা দেওয়ায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা টিকেট প্রাপ্তির আশায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সেই সাথে পৌর শহরের অলি-গলি, রাস্তার মোড়সহ আবাসিক এলাকাগুলোতে ডিজিটাল ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে যা চোখে পড়ার মতো।

মেয়র প্রার্থীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সামাজিক সকল অনুষ্ঠানে কেউ কেউ অংশগ্রহণ করে ভোটাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকার পাড়া-মহল্লায়, অলি-গলি, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোতেও সর্বত্রই মেয়র প্রার্থীদের বিচার-বিশ্লেষণ। পাশাপাশি কে কোন দলের টিকেট পাবেন তা নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে।

এবারে পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী যাদের পাওয়া যায় তারা হচ্ছেন, আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হান্নান তালুকদার শামীম ও পৌর আওয়ামীলীগ সভাপতি সুরজিৎ বৈশ্য চৌধুরী।

বিএনপি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী যাদের পাওয়া যায় তারা হচ্ছেন, বিএনপি নেতা মির্জা আতিকুর রহমান বিপুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাশরিকুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি এর সাবেক অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি সাইদুর রহমান সম্রাট।

অপরদিকে একমাত্র স্বত্যন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে আছেন বর্তমান পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক।

এ ব্যাপারে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের সঙ্গে যোগযোগ করা হলে তারা জানান, বর্তমান সরকার ঘোষিত এবারের নির্বাচন যেহেতু দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিবে সেহেতু দল যাকে রায় দিবে আমরা তার পক্ষ হয়েই নির্বাচনের কাজ করব।

অন্যদিকে বিএনপি এর প্রার্থীরা জানান, আসন্ন পৌর নির্বাচনে বিএনপি যদি অংশ নেয় এবং দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়েই নির্বাচন করব। তবে বিএনপি কে বেকায়দায় ফেলানোর জন্যই বর্তমান সরকার পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিকল্পনা করেছেন। নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও বসে নেই।

আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থীর চেয়ে কাউন্সিলর প্রার্থীরাই নির্বাচনী মাঠ সরগরম রেখেছেন বেশি। কোন কোন কাউন্সিলর প্রার্থীর ঘুম হারাম করে ভোটারদের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আর ভোটারাও বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে নিজেদের প্রস্তুত রেখে প্রার্থীদের কাছে এলাকার উন্নয়নের দাবী আদায়ের প্রস্তাব রাখছে।

(এএমএ/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test