E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে’

২০১৫ নভেম্বর ২৪ ১৫:৪৪:৪৩
‘দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আবারো বলেছেন, দেশে সাংগঠনিকভাবে আইএস নেই বলে।

তিনি বলেন, দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে। জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে। তবে এটা নিয়ে এখনই বেশি কিছু বলবো না।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জোর গলায় বলছি, সাংগঠনিকভাবে দেশে আইএস নেই। দেশের জঙ্গি গ্রুপগুলো নাম পাল্টে নানা অপকর্ম করছে। দেশের সব জঙ্গিবাদের মূলে জামায়াত-শিবির।

আইএস দাবি করা তাজিয়া মিছিলের হোতাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিদেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাবেন, পাসপোর্ট অধিদফতরের সেই সক্ষমতা আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তরুণরা অনেক ইনোভেটিভ। তারা বিকল্পভাবে ফেসবুক ব্যবহার করছেন। তবে তা না করাই ভালো।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test