E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দেবে না’

২০১৫ নভেম্বর ২৭ ১৭:১৪:৩৪
‘জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দেবে না’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সামনের পৌর নির্বাচনে বিএনপির পক্ষে জনগণ কি অবস্থান নেয়, তা দেখতে চাই। জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দেবে না দাবি করে তিনি বলেন, এ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলন চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ওই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শহীদ মিলনের মা সেলিনা আকতার।

‘বাংলাদেশ বিচিত্র এক দেশ’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এরশাদের মতো একজন ব্যক্তির শাসক হওয়া সত্যিই বিচিত্র এক ঘটনা। অবাক হই যখন জামায়াত-শিবিরকেও মানুষ ভোট দেয়।

স্বৈরাচার এরশাদ এবং জিয়াউর রহমান কোনোভাবেই বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি নন, যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন। সকল সামরিক শাসনামল অবৈধ, তা উচ্চ আদালতও ঘোষণা করেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সৃষ্টির চূড়ান্ত আন্দোলনের রূপ নেয় শহীদ মিলনের মৃত্যুর মধ্য দিয়ে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে মিলনের আত্মহুতি, তা বাস্তবায়ন করতে হলে সকল বিভেদ ভুলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ইকবাল আর্সেনাল, বিএমএ সহসভাপতি রোকেয়া সুলতানা প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test