E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলীয় পৌর নির্বাচনে নির্দলীয় আচরণ ‘হাস্যকর’

২০১৫ নভেম্বর ৩০ ১৬:৫৭:১০
দলীয় পৌর নির্বাচনে নির্দলীয় আচরণ ‘হাস্যকর’

স্টাফ রিপোর্ট : আসন্ন পৌর নির্বাচনে নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, এই ধরনের আচরণবিধি উদ্ভট মস্তিষ্ক-প্রসূত। দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, দলীয় প্রতীকে নির্বাচন হবে অথচ দলের সভানেত্রী, মন্ত্রী কিংবা কোনো জনপ্রতিনিধি প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না— এ ধরনের অদ্ভুত আচরণবিধি পৃথিবীর অন্যকোনো দেশে দেখা যায় না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিজ্ঞ ব্যক্তিদের প্রতি আমার অনুরোধ, দয়া করে ভারত, বৃটেনসহ বিভিন্ন দেশের নির্বাচনী আচরণবিধি পড়ে দেখুন। সেখানে দলীয় নির্বাচনে দলীয় প্রধানসহ দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারেন। তাই অবিলম্বে সকল সরকারি সুবিধা ব্যতিরেখে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যাতে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকে সে মোতাবেক আচরণবিধি সংশোধন করা হোক।

বিএনপি চেয়ারপারসনকে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে অভিযুক্ত করার দাবি জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে। উনাকে শুধু দুর্নীতি মামলায় অভিযুক্ত করলেই হবে না পাশাপাশি পেট্রোল বোমায় মানুষ হত্যা, বিদেশী হত্যা, শিয়া মসজিদে হত্যা, তাজিয়া মিছিলে হামলা, জঙ্গিদের আশ্রয়দানসহ দেশকে অস্থিতিশীল করার পায়তারার অভিযোগে অভিযুক্ত করে চার্জগঠন করে আইনের মুখোমুখি করানোর জন্য আইনশৃংখলা বাহিনী ও আইনজীবীদের অনুরোধ জানাই।

তিনি বলেন, দেশে আইএস আছে বলে যে ধোয়া উড়ানো হচ্ছে তা আসলে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কোনো ষড়যন্ত্রেই যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করানো যাচ্ছে না তখন দেশী-বিদেশী চক্রটি বিদেশীদের উপরে, শিয়া সম্প্রদায়ের উপরে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য দেশ থেকে ইমেইলের মাধ্যমে হামলার দায় স্বীকার করে কোনো জঙ্গি সংঠনের নামে বিবৃতি প্রদান করা আসলে একটি গভীর ষড়যন্ত্র।

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বদিউল আলম বদি, হাসিবুর রহমান মানিক, অরুণ সরকার প্রমুখ।

(ওএস/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test